1st Class Bricks

1st Class ইটের বৈশিষ্টঃ

 · 1 min read

1st Class ইটের বৈশিষ্টঃ



  1. ইট শক্ত, দৃঢ়বদ্ধ, ফাটল্মুক্ত, ঝাঝরাবিহীন এবং সুগঠির।
  2. ইটের রঙ তামার রঙ এর মত হবে।
  3. হাতুড়ী দিয়ে আঘাত করলে ধাতব শব্দের মত শব্দ হবে।
  4. নখ ও ছুড়ি দিতে আচর দিলে দাগ হবে না।
  5. ইটের আকার হবে সমান, প্রতি তল হবে সমান্তরাল এবং ১০০% মসৃণ হবে না। (মসৃণ তল ধারী মূলত সিরামিক ইট)
  6. ১ দিন পানিতে ভিজিয়ে রাখলে ইট তার নিজের ওজনের ১৬% পানি শোষণ করবে।


No comments yet

No comments yet. Start a new discussion.

Add Comment