1st Class ইটের বৈশিষ্টঃ
- ইট শক্ত, দৃঢ়বদ্ধ, ফাটল্মুক্ত, ঝাঝরাবিহীন এবং সুগঠির।
- ইটের রঙ তামার রঙ এর মত হবে।
- হাতুড়ী দিয়ে আঘাত করলে ধাতব শব্দের মত শব্দ হবে।
- নখ ও ছুড়ি দিতে আচর দিলে দাগ হবে না।
- ইটের আকার হবে সমান, প্রতি তল হবে সমান্তরাল এবং ১০০% মসৃণ হবে না। (মসৃণ তল ধারী মূলত সিরামিক ইট)
- ১ দিন পানিতে ভিজিয়ে রাখলে ইট তার নিজের ওজনের ১৬% পানি শোষণ করবে।
No comments yet. Start a new discussion.